Lottery Fraud Case: লটারি-কেলেঙ্কারিতেও এবার প্রভাবশালী-যোগের অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লটারি-কেলেঙ্কারিতেও এবার প্রভাবশালী-যোগের অভিযোগ। ফিউচার গেমিং নামে যে সংস্থা ডিয়ার লটারি চালায়, তার মালিক এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় অভিযান চালান ইডি অফিসাররা। বাজেয়াপ্ত হয় প্রায় ন'কোটি টাকা। গোয়েন্দাদের অনুমান, লটারির মাধ্য়মে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। একাধিক প্রভাবশালীর কাছেও পৌঁছেছে টাকা। কারা তারা? সেই সূত্রের খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও খবর...
'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।
সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন। শত শত মানুষের ভিড় করেছিলেন সালকিয়ায় গঙ্গা আরতি দেখার জন্য। যা তাদের কাছে হরিদ্বারের মতো অভিজ্ঞতা। যেখানে দেব দীপাবলি সমান জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ সন্ধ্যায় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। সেখানে সাধুদের পাশাপাশি পূর্ণ্যার্থীরা নদীর ধারে আরতি করেন।