Lottery Fraud News: লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! লেক মার্কেটের আবাসনে ED-র ম্যারাথন অভিযান চলছে । ৩ কোটি টাকার হদিশ মিলেছে ! চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ED-র ম্যারাথন অভিযান শুরু হয়। একযোগে কলকাতা-চেন্নাইয়ে ২০ জায়গায় তল্লাশি চলছে, প্রায় ৮ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ! ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।

আরও খবর..

ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর  সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! সূত্র মারফত খবর, 'কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola