Ananda Live: রান্নার গ্যাস সংযোগ নিতেও বাড়ল খরচ

মূল্যবৃদ্ধির (Price Hike) আগুনের মধ্যে রান্নার গ্যাস (LPG Cylinder) সংযোগ নিতেও বাড়ল খরচ। মেট্রো শহরে (Metro City) গ্যাসের নতুন সংযোগে গুণতে হবে বাড়তি ৮৫০ টাকা। সিলিন্ডার প্রতি ডিপোজিট বাড়ল ৭৫০ টাকা, রেগুলেটর পিছু বাড়তি ১০০ টাকা। ১৪৫০ টাকার বদলে এবার থেকে সিলিন্ডার পিছু ডিপোজিট ২২০০ টাকা। রেগুলেটরের জন্য ১৫০ টাকার বদলে এবার থেকে দিতে হবে ২৫০ টাকা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola