LPG Price Rise: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নাজেহাল সাধারণ মানুষ। Bangla News
একলাফে ৫০ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের (LPG) দাম। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। মাথায় হাত সাধারণ মানুষের। এই নিয়ে গত ২ মাসে রান্নার গ্যাসের দাম (Price Rise) ১০৩ টাকা বাড়ানো হল! শুধু মাত্র এ বছরেই ৭ মাসের মধ্যে ৪ বার বাড়ানো হল রান্নার গ্যাসের দাম! গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। ২০২০ সালের ডিসেম্বরে, যে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা, বুধবার তার দাম হল ১ হাজার ৭৯ টাকা। বিরোধীদের নিশানায় কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।
Tags :
ABP Ananda Price Hike Lpg ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News