Lunar eclipse: আজ রাতে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ,ভারতীয় সময় রাত ১১.৩১ নাগাদ শুরু চন্দ্রগ্রহণের প্রক্রিয়া
Continues below advertisement
ABP Ananda Live : কোজাগরীর রাতে চন্দ্রগ্রহণ। আজ রাতে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। কলকাতার আকাশেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় রাত ১১.৩১ নাগাদ শুরু হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের প্রক্রিয়া। রাত ১.০৫ মিনিটের পর থেকে স্পষ্ট হবে চাঁদের উপর ছায়া। চাঁদের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে রাত ১.৪৪ মিনিটে। রাত ২.২৩ নাগাদ খণ্ডগ্রাস গ্রহণের থেকে মুক্ত হবে চাঁদ
Continues below advertisement