Madan On Lynching Case: মা-ছেলেকে গণপিটুনি, অভিযুক্তকে 'চেনেন সৌগত রায়' ! বিস্ফোরক মদন
Lynching Case Madan Mitra attacks Sougata : আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই। এই ছবি দেখে, অনেকে প্রশ্ন তুলেছিলেন, তাজিমুল ওরফে জেসিবি কি চোপড়ার শেখ শাহজাহান? ২৪ ঘণ্টা যেতে না যেতেই, আবার সামনে এল আড়িয়াদহের তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের কুকীর্তি এবং তাঁর এই ছবি। যা দেখে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই জয়ন্ত সিং কি আড়িয়াদহের 'JCB'? শেখ শাহজাহান কিংবা জেসিবি-র মতো আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনিতে মূল অভিযুক্ত, তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ এই প্রথম উঠল না। ২০২৩ সালের ২৯ জুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর অভিযোগ ওঠে আড়িয়াদহে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় যুব তৃণমূল নেতাকে। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিলেন জয়ন্ত সিংহ নামে এই তৃণমূলকর্মী। পুলিশ তাকে গ্রেফতারও করে। সেই ঘটনার পর, কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্য়ায়, মদন মিত্রর সঙ্গে জয়ন্ত সিংয়ের এই ছবিগুলি সামনে আনেন। একবছর পর আবার সেই জয়ন্তর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ। আবার সামনে এসেছে মদন মিত্রর সঙ্গে তাঁর ছবি। আর এই প্রসঙ্গে অনেকের মনে পড়ে যাচ্ছে মদন মিত্রর তখনকার সাফাইও। ABP Ananda LIVE