Suvendu Adhikari: চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান শুভেন্দু

Continues below advertisement

Suvendu Adhikari On Chopra Cooch Behar: চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান শুভেন্দু। 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। ৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত। কাশ্মীরে সফল অফিসারের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া উচিত', সালিশি থেকে গণপিটুনি নিয়ে তোলপাড়ের মধ্যেই দাবি শুভেন্দু অধিকারীর। মাঝে পেরিয়েছে এক দশক। কোরপান শাকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটবায় আজও বিচার পায়নি পরিবার। গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়েছেন দশ অভিযুক্তই। এখনও বিচারের আশায় দিন গুনছেন নিহত কোরপান শার স্ত্রী ও সন্তানরা।মোবাইল ফোন চোর সন্দেহে বউবাজারে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুন। ২০১৪ সালের ১৬ নভেম্বর এনআরএস মেডিক্য়াল কলেজের হস্টেলে হাওড়ার বাসিন্দা কোরপানকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কয়েক জন তৃতীয় বর্ষের ডাক্তারির ছাত্র এবং ইন্টার্নের বিরুদ্ধে। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram