Child Lynching Incident :নাবালককে নির্মম নির্যাতন ! মুম্বই থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
ABP Ananda LIVE: মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতন! গ্রেফতার মূল অভিযুক্ত । মুম্বই থেকে গ্রেফতার শাহেনশাহ, এই মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে । গতকালই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়, সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫ । ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালকের খোঁজ মেলেনি । চোর অপবাদে মহেশতলার কারখানায় উল্টো ঝুলিয়ে ইসলামপুরের কিশোরকে ইলেকট্রিক শক! নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক! বেধড়ক মারধর, ভাইরাল হাড় হিম করা ভিডিও । মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা নাবালক
আরও খবর...
ফোনে IC-কে হুমকি দিতে শোনা গিয়েছিল। সেই নিয়ে গত এক সপ্তাহ ধরে তোলপাড় হলেও, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দেননি। অবশেষে বৃহস্পতিবার, সাত দিন পর বোলপুর SDPO অফিসে হাজিরা দিলেন বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। দু'-দু'বার তলব এড়ানোর পর এদিন পিছনের ফটক দিয়ে SDPO দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য 'কেষ্ট'। সেখানে প্রায় দু'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত। (Anubrata Mondal)