Maa Sarada । পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নেন শ্রী শ্রী সারদাদেবী
Continues below advertisement
আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭১ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান। বাগবাজারে মায়ের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান।
Continues below advertisement