Madan Mitra: দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে সাধারণ মানুষকে এসএসকেএম বয়কটের ডাক মদনের। ABP Ananda Live
Continues below advertisement
এসএসকেএমের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। সাধারণ মানুষকে এসএসকেএম বয়কটের ডাক মদনের। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ তৃণমূল বিধায়কের। রোগীকে ৬ ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ। স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়ে মেলেনি সুরাহা, দাবি মদনের। ডাক্তার পাঠানোর বদলে পুলিশ পাঠিয়েছে, মন্তব্য মদনের। বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ন, দাবি মদনের। তাঁর এই অবস্থা হলে, সাধারণ মানুষের কী অবস্থা ? প্রশ্ন মদন মিত্রের। 'এসএসকেএমে দালালরাজ চলছে, টাকা দিলেই মেলে স্বাস্থ্য পরিষেবা'। বাম আমলে এক মিনিটে এই রোগীকে ভর্তি করা যেত, দাবি মদন মিত্রর
Continues below advertisement