Madan Mitra: সোহমের পাশে দাঁড়ানোর এক ঘণ্টার মধ্যে ডিগবাজি, দেবের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র
রেস্তোরাঁ মালিককে মারধর। তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর সমালোচনার মাত্রা আরও বাড়ালেন মদন মিত্র। বললেন, ঘটনাটা খারাপ হয়েছে। সেই সঙ্গে দেব-প্রসঙ্গে করা মন্তব্য নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন মদন মিত্র। সোহমের পাশে দাঁড়ানোর এক ঘণ্টার মধ্যে ডিগবাজি খেয়েছিলেন। আর, সোহম-ইস্যুতে বুধবার দেবের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। দেব সোহমের সমালোচনা করতেই, সোহমের পাশে দাঁড়িয়ে পাল্টা তাঁকে বিঁধেছিলেন মদন মিত্র।
মদন মিত্রর এই সার্টিফিকেট দেওয়ার কিছুক্ষণের মধ্য়েই ফের বিতর্কে জড়ান তৃণমূল বিধায়ক সোহম। একটি অডিও ক্লিপ সামনে এনে তাঁর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলে বিজেপি।