Madan on Jayant Singh : জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট। কী বললেন মদন মিত্র ?
ABP Ananda LIVE : জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট।মূল মামলার অভিযোগকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ জয়ন্ত সিংহর অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ।'বাড়ির সামনে ঘুরছে বাইক বাহিনী'।আদালতে যাওয়ার পথে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ আড়িয়াদহের পরিবারের।জয়ন্তর শাগরেদ সুশোভন সরখেলের ফেসবুক লাইভে হুমকির ভিডিও ভাইরাল। জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট। মামলাকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ।
জেলে আড়িয়াদহর কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং, বাইরে তার শাগরেদদের দাপট। মূল মামলার অভিযোগকারীকে দিনের পর দিন হুমকি, বাড়ির সামনে বাইক বাহিনী যাতায়াত, আদালতে যাওয়ার পথে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি জয়ন্তর শাগরেদ সুশোভন সরখেলের ফেসবুক লাইভে হুমকির ভিডিও ভাইরাল হয়। বেলঘরিয়া থানায় অভিযোগ জানালেও সুরাহা মেলেনি বলে অভিযোগ ওঠে। এরপর ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ জানান মূল মামলার অভিযোগকারী। তার প্রেক্ষিতে বেলঘরিয়া থানায় দ্বিতীয়বার অভিযোগ দায়ের হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা।