Madan Mitra: 'কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না', কড়া বার্তা মদনের
TMC News: এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর । কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না' । 'সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন' । বাড়িতে বসেছিল, আপনার আশীর্বাদে কাউন্সিলর হয়েছে' 'তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবে না' । 'এটা মমতাকে বলবে, আমি বলেছি, কাউন্সিলরদের পরোয়া করবেন না' । বেলঘরিয়ার অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ একাধিক প্রশ্ন RG করের নির্যাতিতার পরিবারের
পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)
শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)