Madan Mitra : 'সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব', বিস্ফোরক মদন
'সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেব। ৩৪ বছর ধরে সিপিএম দিয়েছে, দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূল কর্মীরা চাকরি পাবে না? ' নিয়োগ-দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে ডামাডোলের মধ্যেই ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।