Madan Mitra: 'সঙ্কটের সময় নেতা-মন্ত্রীরা ছাদের ওপর উঠে যান', আরও কী কী বললেন মদন?
ফের বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে, সিপিএম (CPIM)-বিজেপিকে (BJP) তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে, নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন, সঙ্কটের সময় নেতা-মন্ত্রীরা ছাদের ওপর উঠে যান', ফেসবুক (Facebook Live) লাইভে বিস্ফোরক মদন মিত্র। 'আমার আর ক'দিন, ২৬-এ আর ভোটে দাঁড়ানোর জায়গায় থাকব না, সৌগত রায় (Sougata Roy) মনে হয়ে চব্বিশের ভোটে লড়বেন', মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের (TMC MLA)।