Madan on Partha : 'ষড়যন্ত্রের কথা বারবার বললে বিরূপ প্রতিক্রিয়া হবে !' পার্থ প্রসঙ্গে মদন
Continues below advertisement
শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র। মন্দিরে পৌঁছে প্রথমে মন্দির সংলগ্ন দুধ পুকুরের জল মাথায় দেন মদন। তার পর মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতে জল ঢেলে পুজো দেন কামারহাটির বিধায়ক। এরপর মন্দির সংলগ্ন নারায়ন মন্দির এবং কালী মন্দির পরিদর্শন করেন। সেখানে "কালী ঘাটে আছেন কালী, তারাপীঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী তারকেশ্বরে শিবনাথ, জয় মা, তীর্থে তীর্থে মহাতীর্থ, কালীঘাটের মতো মহাতীর্থ তারকনাথ ধাম" , এ ভাবে গানও গাইতে শোনা যায় তাঁকে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ParthaChatterjee Madanmitra এবিপি আনন্দ