Madan Mitra: 'তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে', ভোটের আগে মদন-বার্তা
দমদম দাওয়াই। বাম আমলে একটা সময় দমদমে যে কথা মুখে মুখে ঘুরত, এবার লোকসভা ভোটের শেষ দফার আগে সেই কথাই শোনা গেল মদন মিত্রর গলায়। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে। নিশানা করলেন কেন্দ্রীয় বাহিনীকেও। যার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
মদন মিত্র বলেন, লরি মানে টাটা, জুতো মানে বাটা আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। একটা সময় বামপন্থীদের লাল দূর্গ বলে পরিচিত দমদমে, প্রচলিত কথা ছিল ‘দমদম দাওয়াই’। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে বাম আমলে কার্যত দাঁত ফোটাতে পারত না বিরোধীরা। ভোট মানেই লেগে থাকত অশান্তি। মুখ্যমন্ত্রী হওয়ার টানা দু-দশক বরানগরের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। বরানগর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দার মতো বিধানসভা কেন্দ্রগুলি বামেদের দখলেই ছিল। আর তখন মুখে মুখে ঘুরত যে কথা, সেই 'দমদম দাওয়াই' এবার শোনা গেল, তৃণমূল নেতা মদন মিত্রর গলায়।