Madan Mitra: 'কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে?', প্রশ্ন মদনের

Continues below advertisement

প্রথমে নিখোঁজ বলে হইহই রইরই পড়ে গেল। তার পর জানা গেল দিল্লিতে তিনি। মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে টানাপোড়েনে এ বার মুখ খুললেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তাঁর বক্তব্য, "মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল, দিল্লিতে বিজেপি-র (BJP) সিংহাসন দখল হয়েছে। গতবছর একুশে জুলাই মমতা-অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপি-তে চলে গিয়ে সব খবর দিয়ে, তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে, যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে!"

মুকুলকে কেনই বা আনা হল, কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে, প্রশ্ন মদনের

মুকুলের 'অন্তর্ধানে'র নেপথ্য়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থাকতে পারে বলেও জল্পনা উস্কে দিয়েছেন মদন। তাঁর কথায়, "এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।" তবে গোটা ঘটনাক্রমের জন্য দলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মদন। মুকুলকে কেনই বা আনা হল, কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে প্রশ্ন তোলেন তিনি। এই মন্তব্যের জন্য দলের তরফে শোকজ করা হলেও, তিনি তৈরি বলে জানিয়ে দিলেন মদন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram