Madan Mitra: 'বুক ফুলিয়ে কামারহাটিতে ঢুকব', এফআইআর নিয়ে প্রতিক্রিয়া মদনের | ABP Ananda LIVE
Continues below advertisement
মেডিক্যাল কলেজে এক রোগীকে দেখতে যান মদন। সেখানেই SSKM-এর দায়ের করা এফআইআর নিয়ে মুখ খোলেন। মদন বলেন, "জন্মলগ্ন থেকেই কেস খাওয়া লেখা থাকে কারও কারও। কেস খাওয়া আমার কপালে লেখা রয়েছে। 'কণ্ঠে আমার কাঁটার মালা, ফুলে মালা নয়, দুঃখ যাহার মাথার মুকুট, ঝড়কে কী তার ভয়'!"তবে এই 'কেস' খেয়ে তিনি লজ্জিত নন বলে জানান মদন। তাঁর কথায়, "সোনাপাচার, গরুপাচার বা কয়লাপাচারে কেস খাইনি। রোগীর চিকিৎসার জন্য কেস খেয়েছি। যিনি ভাল মনে করেছেন, কেস করেছেন। ক্ষমতা আছেন তাই করেছেন। ছাত্র পরিষদ করার সময় সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে কেস খেয়েছি, সিপিএম-এর আমলে কেস খেয়েছি, তৃণমূলের সময়ও কেস খেলাম। কোনও গুপ্ত জায়গায় হানা দিয়ে কিছু হবে না। বুক ফুলিয়ে কামারহাটিতে ঢুকব।"
Continues below advertisement