Madan Mitra: ‘পা ফেলার আগেই দেখবেন ভোট হয়ে গেছে’, পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক দাবি মদন মিত্রর
‘পঞ্চায়েতে ৯৮ শতাংশ আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস’, ‘রেখে ঢেকে খেলতে হবে, ২ শতাংশ বাদ না দিলে ভোটটাই না বাতিল হয়ে যায়’, পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক দাবি মদন মিত্রর,‘এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়?’, ‘পা ফেলার আগেই দেখবেন ভোট হয়ে গেছে’, ‘আমরা ১ মাইল দূরে থাকব, চোখ বুজে বলে দেব আমাদেরই ভোট দিয়ে আসছে’, বিস্ফোরক দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের।