Madan Mitra: বাংলার চাকর হতে রাজি আছি, দিল্লির কুকুর হতে নয়: মদন মিত্র। ABP Ananda Live

Continues below advertisement

কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে দিল্লিতে তৃণমূল। দুপুর দেড়টায় রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে মনরেগায় বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল। বাংলার ভুক্তভোগীদের নিয়ে সংসদ ভবনের কাছে যেতে, ছাত্র যুব নেতৃত্বকে নির্দেশ অভিষেকের। একটি সংসদ ভবন থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদি সরকার। বাংলার ভুক্তভোগী মানুষদের দেখাতে হবে, কীভাবে তাঁদের টাকা নিয়ে মোদি সরকার নতুন সংসদ ভবন করেছে। দিল্লিতে মন্ত্রী-সাংসদ-নেতৃত্বের সঙ্গে রণকৌশল বৈঠকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত, নবজোয়ার কর্মসূচির সময় উপলব্ধি করেছেন তিনি।তখনই দিল্লিতে গিয়ে প্রতিবাদের সিদ্ধান্ত, বৈঠকে জানিয়েছেন অভিষেক। এরমধ্যেই যন্তরমন্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির জন্য লিখিত অনুমতি দেয়নি' দিল্লি পুলিশ। বিকেলে অভিষেকের নেতৃত্বে ফের বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব। তখন মঙ্গলবারের কর্মসূচি নিয়ে হবে বিস্তারিত আলোচনা। এদিন মদন মিত্র বলেন, "বাংলার চাকর হতে রাজি আছি, দিল্লির কুকুর হতে নয়।''

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram