Madan Mitra: পঞ্চায়েতে মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি মদন মিত্রের | ABP Ananda LIVE
Continues below advertisement
পঞ্চায়েতে (Panchayat Election 2023) মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি মদন মিত্রের (TMC MLA Madan Mitra)। 'ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয়! ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে', বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সঙ্গে সংযোজন, 'অশান্তি টুকটাক না হলে হয়।সিপিএম আমলেও বোমা ছিল, আমাদের আমলেও বোমা আছে।' পঞ্চায়েত ভোট ঘোষণার পর দিকে দিকে হইচই। যদিও কামারহাটির বিধায়ক মনে করেন, ' গেম ইজ ওভার, আমাদের কোনও কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন বলে মনে হয় না, অভিষেকেরও নামার দরকার নেই। তবে, এই খেলায় আনন্দ নেই, মনমরা হয়ে যাচ্ছি, মাঠে তো প্লেয়ারই নেই। আমি তো আশঙ্কা করছি ১০০ শতাংশ ভোট না হয়ে যায়।'
Continues below advertisement