Madan Mitra: 'পঞ্চায়েত নির্বাচনে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা,' ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

Continues below advertisement

পঞ্চায়েত নির্বাচনের (Panchyat Poll 2023) দিন এবারে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব। কাঁচা মাংস ঝলসে মধু, ঘি, মাখন দিয়ে লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে শিক কাবাব তৈরি হবে। কামারহাটিতে খাদ্য উৎসবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল বিধায়কের দাবি, এক-দু’ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে, বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করেন মদন মিত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram