Madan Mitra: এবার 'শক্তিশালী বিরোধী'র প্রয়োজনীয়তার কথা শোনা গেল মদন মিত্রের গলায় | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দলের একাংশের সমালোচনার পাশাপাশি, এবার 'শক্তিশালী বিরোধী'র প্রয়োজনীয়তার কথা শোনা গেল মদন মিত্রের গলায়। বললেন, "জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত। বিরোধী থাকলে আমাদের সতর্ক থাকতে হয়। " পাশাপাশি, কার্যত একই সুরে, বিরোধীদের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন আরেক তৃণমূল বিধায়ক, ভরতপুরের হুমায়ুন কবীরও

আরও খবর...

ভাটপাড়া পুরসভায় টেন্ডার-দুর্নীতির অভিযোগ খারিজ অর্জুন সিংহর। পাল্টা অর্জুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোমনাথ শ্যামের। 'বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। ৪ কোটি টাকার টেন্ডার-দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ের সংস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই', অর্জুন সিংহকে চ্যালেঞ্জ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।

স্কুলবাস দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি এবিপি আনন্দের হাতে। পুলকারের পর এবার দুর্ঘটনার কবলে স্কুলবাস। পঞ্চসায়রে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা স্কুলবাসের। আহত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয়েছে পড়ুয়াদের। স্কুলবাস চালককে আটক করেছে পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola