Madan Mitra: 'শুভেন্দু কি চাইছেন ওই জায়গাটা অগ্নিমিত্রা-দিলীপ ঘোষ দেখবেন?', কোন প্রসঙ্গে একথা বললেন মদন ?| Bangla News

Continues below advertisement

নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরেও কী করে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, আদর্শ আচরণবিধি জরি হয়েছে আজ থেকেই। এই অবস্থায় জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে কী করে প্রশাসনিক বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)? এটা পরিষ্কার, রাজ্যের নির্বাচনী আধিকারিক তৃণমূলের দ্বারা প্রভাবিত। এই কটাক্ষের পাল্টা তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, "শুভেন্দু কী চাইছেন? ওই জায়গাটা অগ্নিমিত্রা দেখবে নাকি বার্মুডা পরা দিলীপ ঘোষ দেখবে? ওরা চাইছে, এবার থেকে নির্বাচন যখন হবে তখন নাড্ডা, চাড্ডা, বিজয়বর্গীকে নিয়ে আসবে। এটা খুব দুর্ভাগ্যজনক।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram