Madan Mitra: 'অবিলম্বে তৈরি করতে হবে কন্ট্রোল কমিশন',দুর্নীতি বন্ধে কন্ট্রোল কমিশন চান মদন মিত্র | ABP Ananda LIVE

Continues below advertisement

দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে পরপর গ্রেফতার, দুর্নীতি বন্ধে কন্ট্রোল কমিশন (Control Commission) চান মদন মিত্র (Madan Mitra)। 'আরও কঠোর হতে হবে দলকে, অবিলম্বে তৈরি করতে হবে কন্ট্রোল কমিশন' মন্তব্য মদন মিত্রের 

বিজেপিকে (BJP) হারালে মিটবে মূল্যবৃদ্ধির সমস্যা। বাংলার (West Bengal) মডেলেই ত্রিপুরার (Tripura) ভোলবদল হবে। সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরার কমলপুরে সভাস্থল বদল নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি। এই ইস্যুতে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram