Madhyamik result 2023: ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ | ABP Ananda Live
Continues below advertisement
Madhyamik result 2023: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের (Madhyamik 2023) ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ।
Continues below advertisement
Tags :
Madhyamik WB Board Results West Bengal Board 10th Result WBBSE Class 10th Result WBBSE Madhyamik Wbresults.nic.in ABP Ananda WB Madhyamik Result 2023 WBBSE Board 10th Result 2023 - Bengali News Madhyamik Result 2023 Madhyakmik Result2023 WBBSE Result 2023 Class 10 WBBSE Result 2023 Date WB Class 10 Exam Results 2023 Exam Results 2023