ABP News

Madhyamgram Incident : ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ

Continues below advertisement

ABP Ananda LIVE : ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ। সেইসঙ্গে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি। কয়েক দফায় ৩ লক্ষ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। ঘোলা থেকে অর্ঘ্যজিৎ দত্ত নামে এক যুবককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে প্রোডাকশন সংস্থার ভুয়ো অফিস খুলে চলছিল প্রতারণা

Pratul Mukhopadhyay: প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, 'আমি বাংলায় গান গাই', আজও ফেরে মুখে মুখে

সঙ্গীতশিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন কলকাতার SSKM হাসপাতালে। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি শিল্পী। শনিবার সকালে SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। (Pratul Mukhopadhyay)

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। এসএসকেম হাসপাতালের মেন ব্লকে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয় তাঁর জন্য। সেখানে তাঁর সঙ্গে সম্প্রতি দেখাও করেন মমতা। শনিবার সকালে জানা যায়, শিল্পী আর নেই। শেষ মুহূর্তে আর সাড়া দেননি চিকিৎসায়। (Kolkata News)

বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অবিভক্ত পূর্ববঙ্গে জন্ম, পরবর্তীতে এপার বাংলায় চলে আসেন। কিন্তু বাঙালিয়ানা আদ্যোপান্ত জড়িয়েছিল তাঁর সঙ্গে। তাঁর কণ্ঠে 'আমি বাংলায় গান গাই' আজও মুখে মুখে ফেরে। পাশাপাশি, 'ডিঙা ভাসাও সাগরে'ও অত্যন্ত পছন্দ অনুরাগীদের। গান গাওয়া, লেখা, সবেতেই নিজের প্রতিভার জাত চিনিয়েছেন। (Pratul Mukhopadhyay Demise)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram