Madhyamik Exam: ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ। ABP Ananda Live

Continues below advertisement

Madhyamik Exam Result: মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল। স্ক্রুটিনিতে নম্বর বাড়ল ২২ পর্যন্ত। মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর। প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ৭ জন। ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল, এটাও কাম্য নয়, সাফাই পর্ষদ সভাপতির। ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। ট্রানজিট চেকিংয়ের সময় এক যাত্রী বিমানবন্দর কর্মীদের জানান তাঁর ব্যাগে বোমা রাখা আছে । ইতিমধ্যেই খালি করা হয়েছে বিমান। যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি। দুই বিধায়কের শপথ গ্রহণের জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফোন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল (TMC News) প্রার্থীর শপথ ঘিরে জটিলতা অব্যাহত। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram