Jalpaiguri News: মাধ্যমিক দিতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার, শুঁড়ে তুলে আছাড় মারল হাতি
Continues below advertisement
জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হল না জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির (Elephant Attack) হানায় মৃত্যু হল ছাত্রের। রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল
বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রেঞ্জারদের সতর্ক থাকতে বলার পাশাপাশি, এদিন জলপাইগুড়ির জেলাশাসক ও গৌতম দেবকে মৃত পরীক্ষার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement