Mahakumbh stampede: পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বৃদ্ধার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বৃদ্ধার । এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা । বৃদ্ধার ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ । ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে মিলবে ক্ষতিপূরণ? । মহাকুম্ভে চরম অব্যবস্থা, যোগী সরকারকে নিশানা অরূপ বিশ্বাসের । 'দেহ হস্তান্তরের নথিতে কোনও সরকারি আধিকারিকের সই নেই' । 'একটি কাগজে বৃদ্ধার ছেলেকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়' । প্রয়োজনে FIR করব, হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর
সোমবার ছেলে-মেয়ে-বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার । মৌনী অমাবস্যার স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু বিজয়গড়ের প্রৌঢ়ার
মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের
মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের। হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ বিরোধীদের। ২৪ ঘণ্টা পার, এখনও ঘটনাস্থলেই গেলেন না যোগী।
এক বছর ধরে প্রস্তুতি। বিশ্বজুড়ে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়?
ভিড় কমাতে বিকল্প পুল থাকলেও, বিপদের সময়ে কেন বন্ধ রইল? হয়েছিল ক্রাইড ম্যানেজমেন্টের মক ড্রিল? উঠছে প্রশ্ন।