Maharashtra: মহারাষ্ট্রে একনাথ শিণ্ডের সরকার বহাল
মহারাষ্ট্রে একনাথ শিণ্ডের সরকার বহাল। 'আস্থাভোটের মুখোমুখি না হয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব'।
'সেই কারণেই তাঁর সরকারকে পুনর্বহাল করা যাবে না', বলল সুপ্রিম কোর্ট রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের (Supreme court) ।'সংবিধান অনুযায়ী পদক্ষেপ করেননি মহারাষ্ট্রের রাজ্যপাল', 'কোনও দলের অভ্যন্তরীণ সমস্যায় হস্তক্ষেপ করতে পারেন না রাজ্যপাল', মন্তব্য সুপ্রিম কোর্টের ।বিধায়ক পদ খারিজের বিষয়ের হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। সিদ্ধান্ত নেবেন স্পিকার, বলল সুপ্রিম কোর্ট শিণ্ডেপন্থী ৩৪ জন বিধায়কের অনুরোধে আস্থাভোটের সিদ্ধান্ত নেন রাজ্যপাল সেই সিদ্ধান্তের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া একপক্ষের কথা শুনে রাজ্যপালের সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়নি: সুপ্রিম কোর্ট দলের সিদ্ধান্ত না মানায় ৩৪ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানায় উদ্ধবপক্ষের শিবসেনা সেই সিদ্ধান্ত বিধানসভার স্পিকারের উপরেই ছাড়ল সর্বোচ্চ আদালত।