Maheshtala News : রণক্ষেত্র মহেশতলা, রবীন্দ্রনগর থানার সামনে জারি ১৪৪ ধারা, মোতায়েন প্রচুর পুলিশ

ABP Ananda LIVE : রবীন্দ্রনগর থানার সামনে মাইকিং করে পুলিশের তরফে জানানো হয়েছে ওই এলাকায় জারি করা হয়েছে সিআরপিসি ১৪৪ ধারা (বিএনএস ১৬৩ ধারা)। এই নিয়ম অনুসারে, একসঙ্গে ৫ জন বা তার বেশি সংখ্যক মানুষ থাকতে পারবেন না এক জায়গায়। এই নিয়ম না মানলে আইন অনুসারে যথাযত ব্যবস্থা নেওয়া হবে। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের তরফে মাইকে প্রচার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মহেশতলার রবীন্দ্র নগর থানা এলাকা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। বুধবার মহেশতলার রবীন্দ্র নগর থানার সামনেই পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় স্থানীয় বাড়িগুলিতে। পাথর ছুড়ে ভাঙা হয় পুলিশের গাড়ির কাচও। বিভিন্ন বাড়ির ছাদ থেকে নাগাড়ে ইটবৃষ্টি হতে থাকে পুলিশের উপর। রাস্তার একপার থেকে পুলিশের দিকে বড় বড় পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। পুলিশের তরফে টিয়ার গ্যাস অর্থাৎ কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তাতেও প্রথমে লাভ হয়নি কিছু। উল্টে পুলিশকে নতুন উদ্যমে আক্রমণ করতে শুরু করে উন্মত্ত দুষ্কৃতীরা। দোকান বসানো নিয়ে শুরু হয়েছিল সমস্যা। আর তার থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। কার্যত বেশ কিছুক্ষণ সময়ের জন্য দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয় মহেশতলার রবীন্দ্র নগর থানা সংলগ্ন এলাকা। দুষ্কৃতীদের ইটবৃষ্টি, পাথর ছোড়ার সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে পুলিশকে। প্রথমদিকে খুব বেশি সংখ্যক পুলিশ এলাকায় না থাকার ফলে, পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় লেগে গিয়েছে। তবে বিরোধীরা বলছেন, পুলিশ কার্যত শাসকের মদতে নিষ্ক্রিয় থেকেছে মহেশতলায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola