Maheshtala Incident: দোকান বসানো ঘিরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র মহেশতলা

ABP Ananda Live: অগ্নিগর্ভ মহেশতলা। দফায় দফায় উত্তেজনা। থানার সামনে বাইকে আগুন। আক্রান্ত পুলিশ। রণক্ষেত্র পরিস্থিত। নাগাড়ে পাথবৃষ্টি, ভাঙচুর। রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে বাইক। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। পাথর ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাচ। মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। ইটের আঘাতে রক্তাক্ত পুলিশকর্মী। পুলিশ বলছে, 'মরণবাঁচন অবস্থা। প্রচুর লোক। লড়াই করে পারছি না।' এলাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘণ্টাখানেক ধরে চলছে এই উত্তেজনা। অ্যাকশনে দেরি, মানলেন পুলিশকর্মী।

 

ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান ! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি

ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান! খড়দার নির্যাতিতার অবস্থা আরও সঙ্কটজনক, CCU-তে ভর্তি। সাগরদত্ত মেডিক্যালে CCU-তে ডোমজুড়কাণ্ডের নির্যাতিতা। কাজের নামে পর্নোগ্রাফি শ্যুটে চাপ, না করায় নারকীয় অত্যাচার। গলফ গ্রিন থেকে গ্রেফতার ছেলে আরিয়ান, খোঁজ নেই শ্বেতা খানের! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি। রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও শ্বেতার খোঁজে হাওড়া সিটি পুলিশের তল্লাশি। 'নির্যাতিতাকে আটকে রাখার সময় ২ বার গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা'। দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে, খবর পুলিশ সূত্রে। কিন্তু কেন দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? এখনও ধোঁয়াশা। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে নির্যাতিতার মায়ের চিঠি, শ্বেতা খানের গ্রেফতারির দাবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola