Maheshtala Incident : মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায়
ABP Ananda Live: উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায় । শাহেনশাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনল পুলিশ। মুম্বই থেকে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেনশাহকে। ঘটনা সামনে আসতেই মুম্বই পালায় শাহেনশাহ। মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর। ধৃতেদর বয়ানে একাধিক অসঙ্গতি, খবর পুলিশ সূত্রে । ৩১ মে সকাল ৭টায় কারখানা থেকে পালায় নাবালক, দাবি ধৃতদের । যে দিক দিয়ে বেরনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে: পুলিশ সূত্র। ১০ দিন পার এখনও খোঁজ মেলেনি নাবালকের।
কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড TMCP নেতার হুমকিতে 'পুলিশের মর্যাদাহানি', বিক্রমজিৎ-এর বিরুদ্ধে পুলিশের FIR-এ 'মর্যাদাহানির' উল্লেখ
কেষ্টকাণ্ডে সাসপেন্ডেড TMCP নেতার হুমকিতে 'পুলিশের মর্যাদাহানি'। বিক্রমজিৎ-এর বিরুদ্ধে পুলিশের FIR-এ 'মর্যাদাহানির' উল্লেখ। 'সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে'। 'সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে', সাসপেন্ডেড TMCP নেতার বিরুদ্ধে FIR-এ উল্লেখ পুলিশের। পুলিশকে কালিমালিপ্ত করতে, ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট, উল্লেখ FIR-এ।