Maheshtala Incident: সম্পত্তির লোভে মাকে খুন, অভিযোগ উঠল ছেলে-বউমার বিরুদ্ধে। ABP Ananda Live

Maheshtala News: সম্পত্তির লোভে মাকে খুন করে, প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই লুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলে-বউমার বিরুদ্ধে। সন্দেহ এড়াতে নিজেই ফোন করে পুলিশকে মায়ের মৃত্যুসংবাদ জানান ছেলে। দাবি করেন, তাঁর মায়ের দেহ পড়ে আছে বা়ড়ি লাগোয়া নির্মীয়মাণ ঘরে। গতকাল মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথ নগর থেকে ৬৫ বছরের প্রভা নাথের পচাগলা দেহ উদ্ধার করেছে মহেশতলা থানার পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মৃতের ছেলে ও বউমা। অভিযোগ, প্রৌঢ়াকে দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছিলেন তাঁরা। রাজি না হওয়ায় প্রৌঢ়াকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরের পাশে ফেলে রাখা হয়। পরে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই ধরা পড়ে যান মৃতের ছেলে-বউমা। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola