Mahua Moitra : ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে সংসদ থেকে বহিষকৃত মহুয়া মৈত্র | ABP Ananda Live

Cash For Question: মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ, লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ । মহুয়ার বিরুদ্ধে ৪৯৫ পাতার রিপোর্ট এথিক্স কমিটির, ৫২ নং পাতায় বহিষ্কারের সুপারিশ। 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে লোকসভায় সরব বিরোধীরা 
এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর লোকসভার স্পিকারকে চিঠি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ, আক্রমণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মহুয়াকে বলার সুযোগ দেওয়া হোক, সংসদে সরব অধীর চৌধুরী। রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়ে চিঠি অধীর চৌধুরীরও। 'সংসদের মর্যাদা অটুট রাখতে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়'। সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সবার, মন্তব্য স্পিকারের। মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি, সংসদে সরব কংগ্রেস। সাংসদ মহুয়া মৈত্রকে সংসদে বলার অনুমতি দিলেন না স্পিকার। ২০০৫-এ ঘুষকাণ্ডে বহিষ্কার করার আগে ১১ অভিযুক্ত সাংসদকেও বলতে দেওয়া হয়নি, অভিযোগ বিজেপির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola