Mahua Moitra : ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে, আজ লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হবেন মহুয়া মৈত্র

Continues below advertisement

ABP Ananda Live: ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে, আজ লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত মঙ্গলবার তিনি এই মর্মে চিঠি পাঠিয়েছিলেন । গতকাল প্রকাশ্যে আনলেন সেই চিঠির প্রতিলিপি। যেখানে, এথিক্স কমিটির বিরুদ্ধে দ্বিচারিতা থেকে রাজনৈতিক স্বার্থের মতো অভিযোগে সরব হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ! তিনি লিখেছেন, এথিক্স কমিটির 'সম্মানার্থে' বৃহস্পতিবার সকাল ১১টায় হাজিরা দেবেন। তবে এটা দেখে তিনি বিস্মিত হচ্ছেন যে, অনুরোধ সত্ত্বেও কমিটি কার্যত চাপ সৃষ্টি করে তাঁকে ডেকে পাঠিয়েছে। চিঠিতে তৃণমূল সাংসদ উল্লেখ করেছেন, সংসদ কক্ষে দাঁড়িয়ে ঘৃণা ভাষণের জন্য, বিজেপি সাংসদ রমেশ বিদুরিকে ১০ অক্টোবর তলব করা হলেও, তিনি রাজস্থানে ভোট প্রচারের কথা বলে হাজিরা দেননি। তারপর তাঁকে আর সমন পাঠায়নি এথিক্স কমিটি। অথচ তাঁর ক্ষেত্রে বিজয় দশমীর অনুষ্ঠানের জন্য ৫ নভেম্বরের পর তলবের অনুরোধ করলেও তা শোনা হয়নি। মহুয়ার দাবি, এথিক্স কমিটির রাজনৈতিক স্বার্থে এই দ্বিচারিতার কথাও রেকর্ডে রাখা হোক। জয় অনন্ত দেহাদ্রাই ও দর্শন হীরানন্দানিকে পাল্টা প্রশ্ন করতে চান তিনি। প্রশ্ন করতে দেওয়া হবে কি হবে না, তা যেন এথিক্স কমিটি লিখিতভাবে জানায়, চিঠিতে এও দাবি করেছেন তৃণমূল সাংসদ। সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া এসেছে মহুয়ার বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এবং
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram