Mahua Moitra: 'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্ক নিয়ে তদন্তের খসড়া রিপোর্টে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ
Continues below advertisement
'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্ক নিয়ে তদন্তের খসড়া রিপোর্টে, মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল এথিক্স কমিটি। একদিকে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল জাতীয় লোকপাল। অন্য়দিকে, খসড়া রিপোর্টে তাঁর লোকসভার সাংসদ পদ খারিজের সুপারিশ করল এথিক্স কমিটি। CBI তদন্তের নির্দেশের সেই খবর সামনে এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে! এথিক্স কমিটির খসড়া রিপোর্টে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য়। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরোতম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক। এথিক্স কমিটির আরও সুপারিশ, এনিয়ে সময় বেঁধে কঠোর, আইনি, প্রাতিষ্ঠানিক তদন্ত করাক কেন্দ্রীয় সরকার।
Continues below advertisement