Mahua Moitra : 'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্কে লোকসভার এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম | ABP Ananda Live

Continues below advertisement

Cash for Question: 'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্কে লোকসভার এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম। যার জেরে, মাঝপথেই বৈঠক থেকে ওয়াকআউট করলেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বিরোধী সাংসদরা। লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন মহুয়া। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহুয়ার বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগ তুলেছেন লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram