Mahua Moitra: ''প্রতারিত হলে আমার অফিসে লিখিত অভিযোগ করুন'', আবেদন মহুয়ার।Bangla News

Continues below advertisement

এবার তোলাবাজি রুখতে কড়া বার্তা তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। ‘মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বারবার বলেছেন দলকে সামনে রেখে তোলাবাজি নয়। প্রতারণার অভিযোগ উঠলে পুলিশ বা আমার অফিসে লিখিত অভিযোগ করুন। ভয় পাবেন না, চোর-প্রতারককে ভয় পাওয়ার কারণ নেই। যতই প্রভাবশালী হোক, একদিন না একদিন ধরা পড়বেই। দয়া করে এগিয়ে আসুন। চলুন এই চক্রগুলিকে বন্ধ করি’। ফেসবুকে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram