Ganga sagar: পঞ্জিকা মতে, শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তির তিথি | Bangla News
পঞ্জিকা মতে, এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তির তিথি (Makar Sankranti)। দু দিনই সাগরে (Gangasagar) পুণ্যস্নান করতে পারবেন পুণার্থীরা (Pilgrims)। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেছেন পুণ্যার্থীরা।
Tags :
West Bengal Gangasagar Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Makarsankranti