Duare Sarkar: 'সরকারি প্রকল্প আটকাতে প্রতিনিধি দল আসছে', কেন্দ্রকে নিশানা মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের
'সরকারি প্রকল্প আটকাতে প্রতিনিধি দল আসছে'। 'দুয়ারে সরকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে' । 'বাংলার মানুষ বিরোধীদলের নেতাদের কথা বিশ্বাস করেন না'।'সিআরপিএফ কেন, আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসলেও কিছু করতে পারবে না' ।কেন্দ্রকে নিশানা দুই মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদারের
ঘূর্ণিঝড়ের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে প্রথম প্রাচীর সুন্দরবন'।'কিন্তু, সেই ম্যানগ্রোভ ধ্বংস করে মাছ চাষের ভেড়ি করা হচ্ছে'।ট্যুইটে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দু অধিকারীর।'পশ্চিমবঙ্গ সরকার ৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর দাবি করেছে'।'বাস্তবে শাসক দলের নেতারা বাণিজ্যিক কারণে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করছে'। 'প্রায় ৬০০ একর জায়গা জুড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছ চাষের ভেড়ি'।কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করছি, ট্যুইট শুভেন্দুর।
কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসি-কে তলব। সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে হাজির কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। এর আগে অভিযোগকারিণী কাকলি পণ্ডার বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতার বিরুদ্ধে। এমনই এক ভাইরাল হওয়া ভিডিও ঘিরে দানা বেধেছে বিতর্ক। এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই অভিযোগের বিষয়ে ডেন্টাল কলেজের অধ্যক্ষ তপনকুমার গিরি এবং সুপার তীর্থঙ্কর দেবনাথের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাইমারিতে স্ত্রীর চাকরির জন্য দু'দফায় ৫ লক্ষ টাকা দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। বিস্ফোরক দাবি করেছেন, বড়ঞার গোলাহাটের বাসিন্দা দীপক মণ্ডল! ফোনে কথোপকথনের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।