100 Days Work: ১০০ দিনের প্রকল্পের বোর্ড লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি বা মহানন্দা নদীতে! | Bangla News

একশো দিনের প্রকল্পের বোর্ড লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে! পঞ্চায়েত ভোটের আগে, এই অভিযোগে শোরগোল পড়ে গেছে, মালদার চাঁচলে। 'টাকা বরাদ্দ হলেও, কাজ হয়নি। দুর্নীতি ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি', অভিযোগ স্থানীয়দের। অভিযোগ মানতে নারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে, খোঁচা বিজেপির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola