Malda: অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেও শেষরক্ষা হল না, টেট-এ ভুয়ো পরীক্ষার্থীসহ গ্রেফতার ৩
মালদায় টেট-এ ভুয়ো পরীক্ষার্থীসহ ৩ জন গ্রেফতার। অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেও হল না শেষরক্ষা। পরিদর্শকের সন্দেহ হওয়ায় হাতেনাতে পাকড়াও। ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। পুষ্পাঞ্জলিকে জেরা করে গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমার। 'স্ত্রীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিহারের পুষ্পাঞ্জলির সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ'। মিডলম্যান হিসেবে কাজ করে বিজয় কুমার, দাবি পুলিশ সূত্রের। বায়োমেট্রিক সত্ত্বেও কীভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকল ভুয়ো পরীক্ষার্থী, উঠছে প্রশ্ন।