Malda: কন্যাশ্রীর জন্যই পড়ছে দিদিরা, আমসত্ত্ব দিয়ে মমতাকে ধন্যবাদজ্ঞাপন মালদার সায়ন্তিকার।Bangla News
মালদা থেকে আনা আমসত্ত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল সায়ন্তিকা দাস। সায়ন্তিকা মালদার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এদিন মালদা থেকে ট্রেনে শিয়ালদায় নেমে সাইকেল চালিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় সায়ন্তিকা। সঙ্গে ছিলেন মা-বাবা। সায়ন্তিকার দাবি, অভাবের সংসারে তার দুই দিদির পডাশোনা বন্ধ হতে বসেছিল। কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পের জন্য বর্তমানে একজন স্নাতকোত্তর, আরেকজন স্নাতক স্তরে পড়াশোনা করছে। রাজ্য সরকারের দেওয়া স্কুলের পোশাক, মিড ডে মিলের জন্য উপকৃত সায়ন্তিকা নিজেও। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মালদা থেকে কলকাতায় আসা। সায়ন্তিকার হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীও।
Tags :
Mamata Banerjee ABP Ananda Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kanyashree Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sayantika Das 8 Year Old Meets CM