Malda: বামনগোলায় রাস্তা সারানোর টাকা দেওয়ার প্রস্তাব দিতেই, বিজেপি সাংসদকে ঘিরে ব্য়াপক বিক্ষোভ
বেহাল রাস্তা, অ্যামবুল্যান্স না পেয়ে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগিণীর মৃত্যু। বামনগোলায় রাস্তা সারানোর জন্য় টাকা দেওয়ার প্রস্তাব দিতেই, বিজেপি সাংসদকে ঘিরে ব্য়াপক বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ১৩ লক্ষ টাকায় কীভাবে তৈরি হবে ৫ কিলোমিটার রাস্তা? প্রশ্ন গ্রামবাসীদের। বেহাল রাস্তার জন্য় দায়ী স্থানীয় প্রশাসন, দাবি খগেন মুর্মুর।