Malda Midday Meal:পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের
শিক্ষকরা ভাল মাংসের তরকারি আর সরু চালের ভাত খান। পড়ুয়াদের খাওয়ানো হয় মোটা চালের ভাত আর ছাঁট মাংসের তরকারি। এই অভিযোগে মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলের মধ্যে শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।