Malda: হাইকোর্টের নির্দেশে 'দলবদলু' পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ করলেন মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও | ABP Ananda LIVE
Continues below advertisement
দল বদলে তৃণমূলের পাল্লা ভারী করে প্রধান হয়েছিলেন। কিন্তু, প্রধান থাকা তো গেলই না, উপরন্তু খোয়াতে হল সদস্যপদটাও! কলকাতা হাইকোর্টের নির্দেশের পর দলবদলু পঞ্চায়েত প্রধানের সদস্য পদই খারিজ করে দিলেন মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও।
Continues below advertisement