Malda: খোদ মহকুমা শাসকের সই করা জাতি-শংসাপত্র জাল, চাঞ্চল্যকর অভিযোগ
Continues below advertisement
খোদ মহকুমা শাসকের সই করা জাতি-শংসাপত্র জাল, চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদার চাঁচলে। সরকারি সূত্রে খবর, স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের আবেদনপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ, ২০১৯-’২০ সালের ১৪-১৫ জন পড়ুয়ার জাতি-শংসাপত্র জাল করা হয়েছে। অভিযোগ, তাতে সই রয়েছে চাঁচলের মহকুমা শাসকের। প্রশ্ন উঠেছে, সরকারি আধিকারিকের সই করা শংসাপত্র কীভাবে জাল করা হল?
Continues below advertisement